রাজনীতি ডেস্ক:
বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অবরোধ প্রতিরোধে রাজধানীর উত্তরায় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই শান্তি সমাবেশ শুরু হয়।
এদিকে দুপুর থেকেই সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা। আগত নেতাকর্মীরা জানান, এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এবং দেশে শান্তি বজায় রাখার লক্ষ্যে আজকের শান্তি সমাবেশ। বিএনপি-জামায়াতের সব নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শান্তি সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।