হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে বিএনপি’র প্রবীণ নেতা অধ্যাপক খোদাবক্সকে আর্থিক সহয়তা দিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা

কালিগঞ্জে বিএনপি’র প্রবীণ নেতা অধ্যাপক খোদাবক্সকে আর্থিক সহয়তা দিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা

কর্তৃক
০ মন্তব্য 87 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা প্রবীণ নেতা কালিগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক খোদাবক্স এর পাশে দাড়ালেন যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম. মনিরুজ্জামান মনির।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম. মনিরুজ্জামান এর আর্থিক সহযোগীতায় বিএনপি’র একটি প্রতিনিধি দল ২৮ জুন রবিবার দুপুর ১২ টার সময় প্রবীন এই নেতার বাড়িতে যেয়ে তার শারীরিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদাণ করেন।

প্রতিনিধি দলে ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সোলাইমান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম দুলু, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, এম. মনিরুজ্জামান এর ভাই শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম. নূরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, প্রচার সম্পাদক কিসমাতুল বারী, স্বনির্ভর সম্পাদক ও জাসাস সভাপতি এস, এম, হাফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারন সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, বিএনপি নেতা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী সোহেল, শফিক সামী প্রমূখ। এসময় তারা অসুস্থ্য এই প্রবীন নেতার স্ত্রীর কাছে নগদ টাকা ও অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেন। উল্লেখ্য, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অবঃ অধ্যাপক খোদাবক্স কয়েক বছর যাবৎ স্ট্রোক ও বাধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ গৃহে অবস্থান করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন