হোম অন্যান্যসারাদেশ জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কানাইপুরে কমিটি গঠন উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কানাইপুর ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে এক শ্রমিক সমাবেশ আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়। কানাইপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি সভাপতি গোলাম মো: নাছির,জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।এ সময় আরও উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলি মিনু,সাধারণ সম্পাদক সাইফুল আলম কামাল,কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন,কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম বাশারুল আলম বিশ্বাস বাদশা।এছাড়া কানাইপুর ইউনিয়নের নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অসংখ্য উন্নয়ন নিয়ে সমাবেশ অনুষ্ঠানে তুলে ধরেন এবং উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য আহবান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন