স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পায়নি বাংলাদেশ। বেরসিক বৃষ্টি ম্যাচটি ভাসিয়ে নিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে এসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। যেখানে দুই বছর পরে জাতীয় দলের জার্সিতে নেমে কাজের কাজটি করতে পারেননি সৌম্য সরকার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে ৭০ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
ম্যাচটিতে ২০২১ সালের পর ওয়ানডে জার্সিতে ব্যাট হাতে নেমেছিলেন সৌম্য সরকার। কিন্তু দলের প্রয়োজনের মুহূর্তে তিনি হাল ধরতে ব্যর্থ হন। ১০.৫ ওভারে মাঠে নেমে পরের বলেই আউট হয়ে মাঠ ছেড়েছেন তিনি।
ওভার দ্য উইকেটে বল করেছিলেন ইশ সোধি। আর সেটি লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন সৌম্য। কিন্তু সে যাত্রায় তিনি পরাস্থ হন। লিডিং-এজড হয়েছেন এই বাঁহাতি ধরা পড়েন সোধির হাতেই। তাতে রানের খাতা খোলার সৌভাগ্য হয়নি সৌম্যর।