স্পোর্টস ডেস্ক:
দেখতে দেখতে উইকেটের পতন হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকারের পরে বিদায় নিয়েছেন তাওহীদ হৃদয়ও। এবার ওপেনার তামিম ইকবালের সঙ্গী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে ৭০ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর ওভারেই আম্পায়ান ইরাসমাস লিটনকে আউট দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদ থেকে বেঁচে যান লিটন। তবে সেটিকে বেশিদূর নিতে পারেননি তিনি।
ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে কাইল জেমিসনের শিকার হয়ে ফিরেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ওভারটিতে প্রথম তিন বলে রান বের করতে পারেননি লিটন। চতুর্থ বলে এক রান নেন মিডউইকেটে ঠেলে। পরের বলে তামিম এক রান নিলে ষষ্ঠ বলে স্ট্রাইকে ফিরেই আউট লিটন। অফ স্টাম্পের বাইরের শর্ট বল কাট করতে গেলে থার্ডম্যানে সহজ ক্যাচ পেয়ে যান রাচিন রবীন্দ্র। লিটনের ইনিংস থামে ১৬ বলে ৬ রানে।
লিটন ফেরার পরে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান ওপেনার তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। দুই তামিম মিলে ঝোড়ো রান সংগ্রহ করতে থাকেন। তাতে ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলে ফেলে টাইগার বাহিনী।
তবে ১১তম ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বোলার ইশ সোধি ওই এক ওভারেই তুলে নেন তানজিদ তামিম ও সৌম্য সরকারের উইকেট। তাতে শুরুর ধাক্কা কাটতে না কাটতেই চাপে পড়ে বাংলাদেশ। ১২ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন জুনিয়র তামিম। আর রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।
এরপরে দলীয় স্কোরে ১০ রান যোগ হতেই সোধির শিকার হয়ে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। তিনি করেছেন ৭ বলে মাত্র ৪ রান। এ দিকে অপর প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুধু সতীর্থদের আউট হওয়া দেখছিলেন। এই মুহূর্তে তাকে সঙ্গ দিতে মাঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।