হোম খেলাধুলা জাপানের কাছে দুই হালি গোল হজম করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের নারী দলের যাত্রাটা শুরু হলো বড় লজ্জার হার দিয়ে। প্রথম ম্যাচ খেলতে নেমে জাপানের কাছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছেন সাবিনা খাতুনরা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রথমার্ধে ৪ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধেও সমানসংখ্যক গোল হজম করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

চীনের হাংজুতে বাংলাদেশের বিপক্ষে ৭ মিনিটে গোলের খাতা খুলে জাপান। লিডসূচক গোলটি করেন রেমিনা চিবা। দুই মিনিট পর আরও এক গোল পায় তারা। এরপর অনেকক্ষণ ধরে প্রতিরোধ ধরে রাখে বাংলাদেশ। কিন্তু ৩১ মিনিটে আবারও গোল দিয়ে বসে জাপান।

প্রথমার্ধে আরও একটি গোল খায় বাংলাদেশ। যোগ করা সময়ে সেই গোলটি করেন ইউজুহো শিওকোশি। তাতে ৪-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সাবিনা বাহিনী। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে পঞ্চম গোল হজম করে তারা।

৫৭ মিনিটে ষষ্ঠ, ৭৭ মিনিটে সপ্তম ও ৮৪ মিনিটে শেষ গোলটি হজম করে বাংলাদেশ। তাতে ৮-০ গোলের বিশাল হার মেনে নিতে হয় বাংলাদেশকে। এ হারের ফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চলে গেছে বাংলাদেশ। জাপান ৩ পয়েন্ট নিয়ে উঠে গেছে সবার শীর্ষে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন