হোম ফিচার বোমা মারলে হাত ভেঙে দেব, ফখরুলকে নানক

রাজনীতি ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ফখরুল সাহেব যদি সংঘাত সৃষ্টি করেন, যে হাতে বোমা মারবেন, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাতে আগুন দেবেন, সে হাত পুড়িয়ে দেওয়া হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের সামনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে এই সভার আয়োজন করা হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ কখনও জোর করে বা বন্দুকের জোরে ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে।

তিনি বলেন, দেশের মানুষ ১৯৯৬ সালে শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। এরপর ২০০১ সালে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিনি একদিনও বেশি ক্ষমতায় থাকেন নাই।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, আমরা কেউ দেশ থেকে বিচ্ছিন্ন না। কৃষি মার্কেটে আগুন লাগায় আশপাশের লোকের কি গরম লাগেনি? দেশে অশান্তি হলে আমরা কেউ শান্তিতে থাকতে পারব না।

ভোটারদের উদ্দেশে নানক বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আওয়ামী লীগকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তাই পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন