রাজনীতি ডেস্ক:
যুবলীগ নেতা মোবারক হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেছেন, বাবুকে যারা হত্যা করেছে। তারা যতই শক্তিশালী হউক না কেন অচিরেই তাদের আইনের আওতায় নেয়া হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার দুর্গমচর বাহাদুরপুরে স্থানীয় যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার দলের কেউ অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান দিপু, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, জনপ্রতিনিধি আলমগীর কবিরাজ, নিহত বাবুর ছোটভাই আমির হোসেন কালু।
গত ১৭ জুন যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
সমাবেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আরও বলেন, যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু’র হত্যার সঙ্গে যারাই জড়িত। তাদের নেপথ্যের গডফাদাররা যতোই চেষ্টা করুক খুনিদের রক্ষা করতে পারবে না।
মায়া স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। শুধু প্রশাসনকে তথ্য দিন, যাতে খুনিরা পালিয়ে থাকতে না পারে। কারণ, খুনিরা যতো বড় শক্তির লোক হোক। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
মায়া চৌধুরী আক্ষেপ করে বলেন, খুনিরা কতোটা শক্তিশালী যে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশের মিছিলে গুলিবর্ষণ করে মানুষ হত্যা করতে পারে। গুলিতে নিহত শহীদ বাবু হত্যার শোককে শক্তিতে পরিণত করে অপশক্তির বিরুদ্ধে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর মতলব থেকে যাকেই নৌকা প্রতীক দেয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এদিকে, মেঘনার দুর্গমচর বাহাদুরপুরে অর্ধশত ট্রলার চেপে কয়েক হাজার কর্মী সমর্থক মায়া চৌধুরীর এই সমাবেশে যোগ দেন।