দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার পরিচিত মুখ আ’লীগের নিবেদিত প্রাণ আবুল খায়ের মজুমদারের (৭৮) মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেনে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক বার্তা প্রেরণ করেন,উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,যুগ্ম সাধারন সম্পাদক পৌর সভার(ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল,আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি,ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)আবুল কালাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদ হাসান ফাহিম,আ’লীগ নেতা আব্দুর রহমান,পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,আ’লীগ নেতা আব্দুস সালাম, আনছার আলী,স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না,যুবলীগ নেতা সাঈদ আলী,ছাত্রলীগ নেতা ফাহিমসহআ’লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। উল্লেখ্য, সিনিয়র আ’লীগ নেতা ও বর্তমান কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগ সহ-সভাপতি মরহুম আবুল খায়ের মজুমদার গত বৃহস্পতিবার (২৫জুন) সন্ধ্যায় যশোর সদর হাসপাতালে স্ট্রোক ও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। শুক্রবার (২৬জুন) সকালে মরহুমের জানাযা নামাজ শেষে পৌর সদরের ’জোনাকী সিনেমা হল সংলগ্ন এলাকায়’ প্রয়াত বাবা-মায়ের পাশে পারিবারিক কবরস্থানে কলারোয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ’সেবা’র তত্ত্বাবধানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে বলে ’সেবা সংগঠনের আহবায়ক ক্রীড়াব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন জানান।
