পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় গত ১৫ মাসে ৩ জন এসিল্যান্ডের বদলি! সেবা গ্রহীতাদের ভোগান্তি চরমে। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরুকে অন্যত্রে বদলি করা হয়েছে। এর আগে সাড়ে চার মাসের এবং তারও আগে মাত্র ৪ মাসের মাথায় পরপর দু’জন এসিল্যান্ড একইভাবে হয়ে ছিলেন বদলি।
সব মিলিয়ে পনেরো মাসের মধ্যে পর্যায়ক্রমে তিনজন এসিল্যান্ড পাইকগাছায় যোগদান করলেও কর্মদিবস পেয়েছেন মাত্র সাড়ে ১১ মাস। বাকি সাড়ে ৬ মাস এসিল্যান্ড হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ জুন-২২ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাইকগাছায় যোগদান করেন এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। মাত্র সাড়ে ৪ মাসের মাথায় ০৩ নভেম্বর-২২ তারিখে তিনি আকস্মিক বদলি হন অন্যত্র। ০৪ নভেম্বর ২২ থেকে ০৪ ডিসেম্বর-২২ পর্যন্ত এই ০১ মাস এসিল্যান্ড হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তৎকালীন ইউএনও মমতাজ বেগম। ০৫ ডিসেম্বর-২২ পাইকগাছায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছিলেন আরাফাত হোসেন। মাত্র ৪ মাস ৪ দিন পর গত ০৯ এপ্রিল- ২৩ তারিখে তাকে বদলি করা হয়। পদাধিকার বলে ইউএনও মমতাজ বেগম এক মাস ২০ দিন এসিল্যান্ড হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করার পর গত ৩১ মে-২৩ তারিখে পাইকগাছায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেন আফরোজ শাহীন খসরু। মাত্র তিন মাসের ব্যবধানে গত ০১ সেপ্টেম্বর তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এখন পাইকগাছায় এসিল্যান্ডের পদটি শূন্য রয়েছে। যদিও এসিল্যান্ডের অবর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বুঝে নিয়েছেন বলে জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। এসিল্যান্ড না থাকায় জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে।