ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ ও ফরিদপুর পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ইয়াছিন কবিরের সভাপতিত্বে “সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার” শীর্ষক’ ব্যানারে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান প্রশাসক রওশন ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, এলডিইজি এর প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান, জেলা জনস্বাস্থ্য ও নির্বাহী প্রকৌশলী শুভম রায়, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজ্জাক মোল্লা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন সরকারি আধা সরকারি ও এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠিত হওয়ার ফলে সাধারণ জনগণের মাঝে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।