হোম অন্যান্যসারাদেশ বিএনপির রোড মার্চ : নাটোরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক :

বগুড়ায় বিএনপির তিন সংগঠনের ‘তারুণ্যের রোড মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে নাটোরের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকেই নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় দিঘাপতিয়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালান তারা। সেখানে একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। এছাড়া শহরের তেবাড়িয়া বাইপাস সড়কে ও সদর উপজেলার সৈয়দ মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।

এদিকে, দুপুরে সদর উপজেলার ডালসড়ক এলাকায় একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ‘কারা আগুন দিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে দেখা হচ্ছে।’

সরকারি দলের কর্মীদের দায়ী করে ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

অবশ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করে কারণ উদঘাটন করবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন