অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার চৌদ্দশত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহতরা হচ্ছেন- কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত গ্রামের ফজর আলীর ছেলে কামাল মিয়া (৫০), একই গ্রামের মৃত সিরিজ চন্দ্রের ছেলে প্রিয় বাস সরকার (৫০), কামাল মিয়ার ছেলে ধনু মিয়া (৫০) ও শহীদ মিয়ার ছেলে তামিম (২৩)।
হাইওয়ে পুলিশ জানায়, চৌদ্দশত গ্রামের ৬ যাত্রী নিয়ে একটি অটোরিকশা কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এসময় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি মাইক্রোবাস দ্রুত গতিতে এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর অটোরিকশায় ধাক্কা দেয়া মাইক্রোবাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।