নিজস্ব প্রতিনিধি:
ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শাখাটির ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা শাখা প্রধান মুহাঃ ছাদেক আলীর- সভাপতিত্বে ও সিনিয়র অফিসার ফয়সাল মাহমুদের পরিচালনায় সমাবেশে অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা টিটিসি কলেজের অধ্যক্ষ কে এম মিজানুর রহমান ও বিএমইটি সাতক্ষীরার সহকারি পরিচালক মোস্তফা জামান।
এছাড়া ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান, সিনিয়র অফিসার শামসুল হক, এ এইচএম খাইরুল্লাহ, জুনিয়র অফিসার আবুল হোসেন, বাবলুর রহমান, গ্রাহক সারিনাতুল তানিয়া ও রবিউল ইসলামসহ অনেকে।