আন্তর্জাতিক ডেস্ক:
জি-২০ সম্মেলনে আসা রাষ্ট্রনেতাদের স্ত্রীদের জন্য তিনটি করে উপহার তুলে দেয় ভারত, যা দেশটির ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। তেলেঙ্গানার চেরিয়াল চিত্রকলার নিদর্শন, হাতে বোনা একটি তসর সিল্কের শাল এবং ছত্তিশগড়ের কারিগরদের তৈরি করা ধাতব নারী মূর্তি—এ তিন উপহারই সুনাক ও মাখোঁদের স্ত্রীদের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার স্ত্রীদের সঙ্গে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র আইএআরআইর পুসা ক্যাম্পাসে যান রাষ্ট্রনেতারা। সেখানেই তাদের স্ত্রীদের হাতে তুলে দেওয়া হয় উপহারগুলো। ভারতের কর্মকর্তারা জানান, এ তিনটি উপহার দেশের ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। একটি বিশেষভাবে নকশা করা ব্যাগের মধ্যে উপহারগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। ভারতের ঐতিহ্যবাহী চেরিয়াল চিত্রকলা শতাব্দীপ্রাচীন। মূলত খাদি কাপড়ের ওপর ভারতীয় পৌরাণিক কাহিনি এবং কিংবদন্তি চরিত্র এঁকে এ চিত্রকলা তৈরি করা হয়। চেরিয়াল চিত্রকলা তেলেঙ্গানার প্রাচীনতম শিল্পগুলোর মধ্যে অন্যতম। চেরিয়াল চিত্রকলাকে ‘জিআই’ তকমাও দেওয়া হয়েছে।
অন্যদিকে ছত্তিশগড়ের বন থেকে প্রাপ্ত পশম দিয়ে একটি হাতে বোনা তসর সিল্কের শাল তৈরি করা হয়। গাঁদা ফুলের নির্যাস সংগ্রহ করে রং করা হয়েছে শালগুলোকে। আর ধাতব নারীমূর্তিটিও ছত্তিশগড়েরই শিল্পীদের তৈরি।