হোম অন্যান্যসারাদেশ ফরিদপুরের কৈজুরী ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার কৈজুরী ইউনিয়ন হতে মহিলার লাশ উদ্ধার হয়েছে।

জানা গেছে, আজ রবিবার আনুমানিক আটটায় সময় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের তুলা গ্রামস্থ জনৈক মাসুদ শেখের বসতবাড়ি সংলগ্ন পুকুরের কোনায় অজ্ঞাতনামা মহিলা (১৯) এর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়।

পরবর্তীতে স্থানীয় কোতায়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা সহ সুরতহাল প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এছাড়া ফরিদপুর সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেম। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, উক্ত মহিলাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে লাশ বর্ণিত স্থানে ফেলে যায়। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন