হোম অন্যান্যসারাদেশ খুলনা ডুমুরিয়া একই দিন দুই সংগঠনের সভাপতির মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় একই দিনে ক্ষমতাসীন দলের দুই সংগঠনের সভাপতির মৃত্যু।

শনিবার সকালে ডুমুরিয়া সদর ১১নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম খান ইন্তেকাল করেছেন। সকালে মরহুমে জানাজা নামাজ শেষ হয়। জানাজা নামাজে অংশ গ্রহণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারন সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, মোস্তফা কামাল খোকন, বি এম সালাম, কামরুজামান জামাল ডুমুরিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ফুলতলা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ আকরাম হোসেন,জেলা সেচ্চা সেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, জেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন, গাজী তৌহিদ আহমেদ, গোবিন্দ ঘোষ, খান শাকুর উদ্দিন, এ্যাড. সাইফুল ইসলাম, মোস্তফা সরোয়ার, আশরাফুল আলম রাজু,শারমিনা রুমা, হাসনা হেনা, ইকবল হোসেন,শেখ মাসুদ রানা, আবুল বাসার সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিকও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা নামাজে শরিক হন এবং সকলে মরহুমের জন্য দোয়া কামনা করেন।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম এর মৃত্যুর শোক না কাটাতেই সন্ধ্যায় ডুমুরিয়া সদর ইউনিয়ন এর কৃষক লীগের সভাপতি মোল্ল্যা জাকির হোসেন, মৃত্যু বরণ করেছেন। পর পর এভাবে দুই সংগঠনের সভাপতির মৃত্যুতে উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসেছে। খুলনা -৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ একই ইউনিয়ন এর দুই সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন