দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার চালতেতলায় রোহান-দিহান ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় আশাশুনি সীমান্ত ঘেঁষা দেবহাটার চালতেতলা ফুটবল মাঠে এ ফাইনাল রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরাসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় চালতেতলা ইয়াং স্টার ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে ভালুকা চাদপুর যুব সংঘের খেলোয়াড়রা জয়লাভ করেন।