হোম অন্যান্যসারাদেশ যশোরের ডিসি হিসেবে নিয়োগ পেলেন পিরোজপুরের সন্তান তমিজুল ইসলাম খান

যশোরের ডিসি হিসেবে নিয়োগ পেলেন পিরোজপুরের সন্তান তমিজুল ইসলাম খান

কর্তৃক
০ মন্তব্য 392 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কৃতি সন্তান মো. তমিজুল ইসলাম খানকে যশোর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয়া হয়। এ দিন ঢাকাসহ দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

মো. তমিজুল ইসলাম খান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মো. তমিজুল ইসলাম খান ২২তম বিসিএস ক্যাডারে চাকুরী লাভ করে ২০০৩ সালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। সেখানে চাকুরীরত অবস্থায় তিনি উচ্চ শিক্ষার জন্য জাপানে যান। জাপানে তিনি পাবলিক পলিসি বিষয়ের উপর এমএস করেন।

মো. তমিজুল ইসলাম খান ২০০৮ সালে বরিশালের হিজলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে ২০০৯ সালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। ২০১২ সাল পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন।

এরপরে তিনি কিছুদিন আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি ফরিদপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব পদে কর্মরত ছিলেন।

অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের একজন মানুষ হিসেবে পরিচিত মো. তমিজুল ইসলাম খান পিরোজপুরের পুখুরিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাক খান এবং গৃহিনী রওশনয়ারা বেগমের ছেলে

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন