রাজধানীর মতিঝিল থানার কমলাপুর যাত্রী ছাউনি থেকে অজ্ঞাতপরিচয় (৭৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানা উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায়। তিনি বলেন, আমরা খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নামপরিচয় জানতে পারিনি। লোকমুখে জানতে পারি সে একজন ভবঘুরে টাইপের ছিল। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।