হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে সাংবাদিক শান্তর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে দৈনিক কল্যানের সাংবাদিক মনোয়ার হোসেন শান্ত(৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। মৃত্যুকালে মা, স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে জানাজা নামাজ শেষে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়। শান্ত ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের বড় ছেলে।

এদিকে সাংবাদিক শান্তর মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারনে সম্পাদক আবদুল হাই, খান শফিয়ার রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, নেহালপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইন, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান,নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, জি এম মিজানুর রহমান, ইউনুচ আলী, রিপন হোসেন সাজু,মোস্তাফিজুর রহমান, জয়নুল আবেদীনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন