হোম এক্সক্লুসিভ সাতক্ষীরায় উচ্চ মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ৬ দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় উচ্চ মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ৬ দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের বিভিন্ন খুচরা দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে তাদের বিরুদ্ধে দোকানে কোন মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয়ের ভাউচার না থাকা এবং ক্রেতাদের কাছ থেকে উচ্চ মূল্য নেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে ৬ দোকানিকে জরিমানা করা হয়।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সাতক্ষীরায় কিছু দোকানে গ্যাস সিলিন্ডারের দাম বেশি নেওয়া হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের কাজল সরণি এলাকার মোহাম্মাদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, শ্যামল ট্রেডার্সকে ৫ হাজার টাকা, রমজান ট্রেডার্সকে ২ হাজার টাকা, নাজমুল সরণি এলাকার লাবিব ট্রেডার্সকে ৩ হাজার টাকা, ঐশী ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং মোবারক ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন