নড়াইল অফিস:
নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় অন্তত ১২ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটেছে। ছাত্রলীগ কর্মীরা বিএনপি নেতার বাড়িসহ ৮-১০টি মোটরসাইকেল ভাংচুর করেছে বলে অভিযোগ রয়েছে।
বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি সহ তার অঙ্গসংগঠনের আয়োজনে সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল সহকারে ৬-৭শ দলীয় নেতা-কর্মী সমর্থকরা সিএন্ডবি(কুন্দসী) চৌরাস্তায় সমেবেত হন। কিছু নেতা কর্মীরা শুক্রবার সকাল ১১টার দিকে নড়াইল-কালনা সড়কের আর্মি ক্যাম্প এর কাছে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম এর বাড়ির পাশের্^ অবস্থান করছিলেন। তারা মিছিলসহকারে সিএন্ডবি(কুন্দসী) চৌরাস্তায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ ছাত্রলীগ নেতা- কর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা চালায়।
হামলায় আহতরা হলেন বিএনপির নেতা মোল্যা আকিদুল ইসলাম দুলু(৪৫), স্বেচাসেবকদল নেতা অহিদুজ্জামান ওহিদ(৪৪), শাহিন(২৯), নাইমুল ইসলাম ইমন(২৭),সুকুর মোল্যা(৪৭), ইয়ানুর মোল্যা(২৮), রোমেল কাজী(২৬),হিরক মন্ডল(২৫)সহ অজ্ঞাতরা। আহতরা লোহাগড়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার পরে বিএনপি নেতা-কর্মীরা সিএন্ডবি(কুন্দসী) চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করে। লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, বিএনপি নেতা মোঃ আলী হাসান, কাজী সুলতানুজ্জামান সেলিম, মোঃ টিপু সুলতান, মোঃ রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, শেখ জামসেদ আলম, এনামুল কবির চন্দন, সাইদ আলম শিপলু, ছাত্রদল নেতা তাইবুল হাসান সহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম অভিযোগ করেন, নেতা-কর্মীরা দলের শ্লোগান দিচ্ছিলেন। এসময় ছাত্রলীগের ইমরান ও মারুফের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা বিএনপির উপর হামলা চালায়। হামলায় অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার বাড়ি সহ আহাদুজ্জামান বাটুর বাসায় ভাংচুর করেছে। তারা মোটরসাইকেল ভাংচুর করেছে।
লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হুসাইন জানান, বিএনপির কর্মীরা নাসকতার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু হামলার ঘটনা জানিনা।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামান মাসুদ হামলার বিষয়ে বলেন, ছাত্রলীগ নয়। বহিরাগতরা হামলা চালিয়েছে বলে শুনেছি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসীর উদ্দিন জানান, মারপিট বা ভাংচুরের কোন অভিযোগ পাইনি।