স্পোর্টস ডেস্ক:
সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ থেকে অকল্পনীয় প্রস্তাব পেয়েও মোহামেদ সালাহকে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল।
দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোর দাবি, সালাহকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ১৩৮৪ কোটি টাকার বেশি) প্রস্তাব দিয়েছিল ইত্তিহাদ। কিন্তু তাতেও মন গোলানো যায়নি লিভারপুলের।
প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন শুক্রবার (১ সেপ্টেম্বর) প্রস্তাব নাকচ করে দিয়েছে অল রেডরা। ফলে মিশরীয় তারকার সৌদি আরবের যাওয়ার সে গুঞ্জন ছিল, সেটা আর আশার আলো দেখছে না।
২০১৭ সালে রোমা ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। গত ছয় মৌসুমে ৩১ বছর বয়সী এ মিশরীয় ফরোয়ার্ড হয়ে উঠেছেন অল রেডদের প্রাণভোমরা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩০৮ ম্যাচ খেলে ১৮৭ গোল করার পাশাপাশি ৮১টি অ্যাসিস্ট করেছেন তিনি। দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি।
যার কারণে নতুন চ্যালেঞ্জ নিতে লিভারপুল ছেড়ে যেতে চেয়েছিলেন সালাহ। কিন্তু ক্লাবের বর্তমান যা পরিস্থিতি তাতে দলের প্রাণভোমরাকে কোনোভাবে হারাতে যায় না টিম ম্যানেজমেন্ট। ২০১৯-২০ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা গত ৭ মৌসুমে প্রথমবার সেরা চারে জায়গা করে নিতে পারেনি। হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও। যার কারণে লোভনীয় প্রস্তাব পেয়েও মিশরীয় ফরোয়ার্ডকে ছাড়েনি লিভারপুল। দলটির সঙ্গে তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত।