জাতীয় ডেস্ক:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে, সেই বিচারের রায় সকলকে মেনে নিতে হবে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা আইন অনুযায়ী চলবে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের সব মানুষ আয়কর দেন। উনি আয়কর দেবেন না। যখন এটা নিয়ে উনাকে ধরা হয়েছে। উনার বিরুদ্ধে মামলা হয়েছে। উনি হাইকোর্টে গেছেন। হাইকোর্টকে তিনি বলেছেন, মামলা ঠিক নয়। হাইকোর্ট বলেছেন, মামলা সঠিক আছে। পরে তিনি গেলেন আপিল বিভাগে। আপিল বিভাগে গিয়ে বলেছেন, মামলা ঠিক না। আপিল বিভাগ বলেছেন মামলা সঠিক। পরে তিনি আদালতের নির্দেশে পাওনা সাড়ে ১২ কোটি টাকা পরিশোধ করেছেন।
ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে মিশে এক সুদখোর পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন। তিনি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন। এদেশের আপামর জনসাধারণের রক্ত চুষে নিয়ে তিনি বিদেশে কোম্পানি বানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘একটি চক্র আছে তারা অন্যায় করলেও তাদের গায়ে টোকাও দেয়া যাবে না। যদি টোকা দেন তাহলে তারা ওই যে, বিদেশি বাবা-মা আছে তাদের কাছে গিয়ে লাফালাফি শুরু করেন। তাদের কিছু টাকা ধরিয়ে দেন। আর তারা চিঠি লেখালেখি শুরু করে দেবেন।’
আনিসুল হক বলেন, ‘গ্রামীণফোনের ৩২ পার্সেন্ট শেয়ারের মালিক ড. ইউনূস। কোম্পানীর নীতিমালা অনুযায়ী লাভের পাঁচ ভাগ শ্রমিকদের দিতে হয়। তিনি তাদের তা দেন নাই। শ্রমিকরা তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গেছেন। আদালত বলেছেন মামলা চলবে। পরে তিনি বিশ্বের ১৬০ টি দেশের মানুষকে দিয়ে চিঠি লিখিয়েছেন, আমাদের দেশের বিচার নাকি সঠিক হয় না।’
অনুষ্ঠান বক্তব্য রাখেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ আজিজ।