হোম এক্সক্লুসিভ সারা দেশ থেকে মাদ্রাসা শিক্ষার্থীরাও এসেছে ছাত্রলীগের সমাবেশে

রাজনীতি ডেস্ক:

স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসেছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। শুধু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, সমাবেশে অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থীকেও যোগ দিতে দেখা গিয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টার মধ্যেই নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উদ্যান প্রাঙ্গণ।

গ্রাম থেকে নগর, কেন্দ্র থেকে তৃণমূল সবার গন্তব্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আগত শিক্ষার্থীরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি তৃণমূলে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে কাজ করবে ছাত্রসমাজ।

সমাবেশে আসা থেকে বাদ যায়নি দেশের মাদ্রাসা শিক্ষার্থীরাও। তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী মো. আনোয়ার হাসান জানান, ছাত্রলীগের এই সমাবেশ সফল করতে তিনি এবং তার মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী এসেছে।

তিনি বলেন, এই সরকারের আমলে দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী এই সরকারকে আবার ক্ষমতায় চায়।

বাংলাদেশ ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা সম্পাদক জহিরুল ইসলাম বলেন, সারা বাংলাদেশ থেকে অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থী আজকের এই সমাবেশে যোগ দিয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। তারা আবার শেখ হাসিনার সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাজপথে থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন