আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলায় জড়িত থাকার অভিযোগে উগ্র ডানপন্থি সংগঠন ‘প্রাউড বয়েজ’-এর দুই নেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সংগঠনটির নেতা জোসেফ বিগসকে ১৭ বছরের এবং আরেক নেতা জ্যাছারি রেলকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) এই দুজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। খবর বিবিসির।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিল ট্রাম্পপন্থিরা। কংগ্রেসের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়েছিল তারা। বৃহস্পতিবার সেই হামলার অন্যতম নেতা জোসেফ বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া সংগঠনের আরেক নেতা জ্যাছারি রেলকেও শাস্তি দিয়েছেন আদালত। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালতে জোসেফ বিগস বলেছেন, ‘তিনি অহিংসায় বিশ্বাসী। কিন্তু ওইদিন সবার উত্তেজনা দেখে তিনিও উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিজের কাজের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিগস।
বিচারক টিমোথি কেলি বলেছেন, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল স্পিরিট আঘাতপ্রাপ্ত হয়েছে। আমেরিকার গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই কঠোর শাস্তি দেয়া হয়েছে অভিযুক্তদের।
বিগসের জন্য ৩৩ বছরের সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন সরকারি আইনজীবী। কিন্তু বিচারক জানিয়েছেন, বিগস কাউকে হত্যার চেষ্টা করেননি। ওই ঘটনায় বহু মানুষের প্রাণ যায়নি। ফলে সর্বোচ্চ শাস্তি তাকে দেয়া যায় না।’
ক্যাপিটল হিলে হামলার সঙ্গে জড়িত থাকার জন্য ১১০০ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এর আগে এক অপরাধীকে ১৮ বছরের সাজা দেয়া হয়।