যশোর অফিস :
যশোর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আরো ৩১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৫৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোর জেলার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি নমুনার রেজাল্ট পজেটিভ আসে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যবিপ্রবির ল্যাবে ৫ জেলার ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা পজিটিভ এবং ২০১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এরমধ্যে মাগুরার ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের, খুলনার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের, বাগেরহাটের ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের ও সাতক্ষীরার ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের নমুনাতে করোনা পজেটিভ পাওয়া গেছে।
তিনি বলেন, পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন জেলাগুলোর স্বাস্থ্য প্রশাসন শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা বের করে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করবে। স্থানীয় প্রশাসন বাড়িগুলো লকডাউনসহ অন্যান্য পদক্ষেপ নেবে।