হোম জাতীয় ভাত খাওয়ানোর পাশাপাশি অস্ত্রও উদ্ধার করে ডিবি: হারুন

জাতীয় ডেস্ক:

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের আপ্যায়নের খবর শিরোনাম হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই।

এ আলোচনা-সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করতে গিয়ে হারুন অর রশিদ বলেন, ‌‘আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি।’

সোমবার (২৮ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো ঘটনা ঘটলে আমরা অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাই। সাধারণ মানুষকে স্বস্তি দেয়ারও যথাসাধ্য চেষ্টা করি। অনেকে মনে করতে পারেন ডিবি অফিস একটি ভাতের হোটেল। এতে আমরা ডিমোরালাইজড বা হতাশ হবো না। এটা আমাদের মানবিক দিক।’

ডিবি কর্মকর্তা হারুন আরও বলেন, ‘অনেক ভুক্তভোগী এবং সাধারণ মানুষ সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। আমরা সে সব সমস্যার দ্রুত সমাধান করি। অনেক সময় ভুক্তভোগীদের আমরা মানবিক জায়গা থেকে খাবার খেতে বলি।’

‘আর এসবের পাশাপাশি ডিবি তার নির্ধারিত কাজও করে। অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক চোরাকারবারিরা শহরে ঘুরে বেড়াবে আর আমরা বসে থাকবো, এমন হতে পারে না’, যোগ করেন তিনি।

সম্প্রতি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও কয়েকজন তারকা শিল্পীকে ডিবি কার্যালয়ে আপ্যায়নের খবর ও ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনাও হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন