হোম অন্যান্যসারাদেশ চাঁদপুরে যুবদলের সম্মেলন কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রাজনীতি ডেস্ক:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ যুবদলের সম্মেলন কক্ষে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

কলেজটির প্রতিষ্ঠাতা বিএনপি নেতা এমএ হান্নান ও জেলা নেতাদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।

দীর্ঘ কয়েক বছর পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এ সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্নয়ক আলহাজ্ব এম এ হান্নান।

তবে উপজেলা ও পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কতজন প্রার্থী হয়েছেন তা জানা যায়নি।

এদিকে হঠাৎ করে সম্মেলনকে ঘিরে ককটেল বিস্ফোরণ ও চেয়ার ছড়াছড়ি শুরু হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা জড়িয়ে পড়েন। দুপক্ষের এই সংঘর্ষে যুবদলের বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে এ ঘটনার পর যুবদলের সম্মেলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন জেলা নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন