ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় (প্রস্তাবিত নলধা শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) বিকেল ৫টায় অত্র বিদ্যালয় চত্ত্বরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও এসএমসির সভাপতি শেখ আ. রাজ্জাক। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা।
সহকারী শিক্ষক এ শুকুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, মূলঘর ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন প্রমূখ।
এসময় বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।