হোম জাতীয় সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ চোরাকারবারি আটক

জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ কবির হোসেন (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক কবির মিঠামইন উপজেলার কাটখাল এলাকার মো. ইসকান্দার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে আড়াইটার দিকে ভৈরব লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ চোরাকারবারি কবির হোসেনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, আটক কবির দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির নিজের দায় স্বীকার করেছেন। জব্দ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং আটক কবিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন