আন্তর্জাতিক ডেস্ক:
রীতিমতো ভাইরাল হয়ে গেছে একটি ভিডিও ক্লিপ। এক শিক্ষিকা তার ক্লাসের ছাত্রদের তাদের এক সহপাঠীকে চড় মারতে আদেশ দিচ্ছেন। আর শিক্ষিকার নির্দেশে ছাত্ররা একে একে ওই ছাত্রকে চড় মারছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে হইচই শুরু হয়েছে। চলছে সমালোচনা ও বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন মতে, ঘটনাটি উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলারর খুব্বাপুর গ্রামের নেহা পাবলিক স্কুলের। অভিযুক্ত শিক্ষিকা ওই স্কুলেরই মালিক। তার নাম ত্রিপ্তা ত্যাগী বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, ক্লাসে নিজের চেয়ারে বসে আছেন ওই শিক্ষিকা। তার টেবিলের ডান পার্শ্বে দাড়িয়ে এক ছাত্র।
শিক্ষিকা ক্লাসের অন্য ছাত্রদের ওই ছাত্রকে চড় মারার নির্দেশ দিচ্ছেন। তার নির্দেশেই একজন একজন করে এসে তার গালে চড় মারছে ছাত্ররা। এ সময় ওই ছাত্রের চোখে চোখে পানি দেখা যায়। এখানেই শেষ নয়, ওই ছাত্রকে লক্ষ্য ইসলামবিদ্বেষী মন্তব্য করতেও শোনা যায়। শিক্ষিকা বলেন, ‘আমি জানিয়ে দিয়েছি, সব মুসলিম শিশুকেই স্কুল ছাড়তে হবে।’
এরপর ভিডিও’র এক পর্যায়ে দেখা যায়, ওই শিক্ষিকা তার ছাত্রদের ওই শিক্ষার্থীকে আরও ‘জোরে’ চড় মারার জন্য বলছেন। এতে তার গাল লাল হয়ে গেলে তার মাজা বা কোমরে আঘাত করার জন্য বলেন তিনি। এই ঘটনায় হইচই পড়ে গেছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন হয়েছে।
ঘটনার ভিডিও প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলো হয়েছে, এটি ভারতের একটি ঘটনার ভিডিও ফুটেজ। এতে এক শিক্ষিকাকে ৭ বছর বয়সী এক মুসলিম ছাত্রকে চড় মারতে তার অন্য ছাত্রদের নির্দেশ দিতে দেখা যাচ্ছে। এমনকি ধর্মের কারণে তাকে স্কুল থেকে বহিস্কার করার কথাও বলছেন। এ ঘটনায় দেশটির ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ছাত্রের বাবা মোহাম্মদ ইরশাদ বলেন, ‘শিক্ষক তাদের (সহপাঠীদের) আমার ছেলেকে এক এক করে চড় মারতে বলেছিলেন।’ তিনি আরও বলেন, তার ছেলের সঙ্গে শিক্ষিকার এমন আচরণ ঘৃণা-বিদ্বেষ ফল যা ‘দেশজুড়ে মুসলিমদের বিরুদ্ধে ছড়িয়ে পড়ছে।’
পৃথকভাবে এক সাক্ষাৎকারে ছাত্রের মা রুবিনা আল জাজিরাকে বলেছেন, ‘গতকাল (শুক্রবার) আমার ছেলে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। সে আতঙ্কিত ছিল।’ তিনি আরও বলেছেন, ওই শিক্ষিকার ছাত্রদের দিয়ে ছাত্রদের গালে চড় দেয়ানোর অভ্যাস রয়েছে। একই ধরনের ঘটনা কয়েকদিন আগে আরেক ছাত্রের সঙ্গে ঘটেছে।
ঘটনাটির ব্যাপারে মুজাফফরনগর জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘এ ঘটনার একটি ভিডিও মনসুরপুর থানা পুলিশের হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পড়া না শিখে আসায় ক্লাসে এক শিশুকে অন্য ছাত্রদের চড় মারার নির্দেশ দিচ্ছেন এক শিক্ষিকা।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ভিডিওতে আরও কিছু আপত্তিকর মন্তব্য রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা দেখেছি, ওই শিক্ষিকা বলছেন, মুসলিম ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে কারণ মায়েরা তাদের পড়াশোনায় মনোযোগ দেয় না। বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’