হোম খেলাধুলা চুমুকাণ্ডে পদত্যাগ করবেন না স্পেনের ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক:

নারী বিশ্বকাপের ফাইনাল শেষে দলের এক খেলোয়াড়ের ঠোঁটে চুমু দিয়েছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এরপর রুবিয়ালেসের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় দেশটির অনেকে। বিষয়টি আমলে নিয়ে শাস্তির বিষয়ে কাজ শুরু করেছে ফিফা। এ নিয়ে শুক্রবার (২৫ আগস্ট) স্পেন ফুটবল ফেডারেশন সভাও করেছে। কিন্তু সভায় রুবিয়ালেস জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।

গণমাধ্যমের খবরে জানা গেছে, সভায় রুবিয়ালেস বলেছেন, ‘আমি পদত্যাগ করব না, কিছুতেই না।’

গত রোববার (২০ আগস্ট) নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। পুরস্কারমঞ্চে স্প্যানিশ ফুটবলার হেনি হারমোসোকে প্রকাশ্যে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। এরপর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। রুবিয়ালেস এ কাণ্ডের ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে, ‘চুমুটা ছিল স্নেহপূর্ণ। এটাকে নিয়ে যারা সমালোচনা করছে, তারা মূর্খ।’

পরে অবশ্য এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন রুবিয়ালেস। তাতেও পার পাননি তিনি, তার পদত্যাগের দাবি তুলে স্পেনের নারী ফুটবল লিগ ‘লিগা এফ’। এ বিষয়ে এতদিন নিরব থাকলেও বৃহস্পতিবার মুখ খুলেছেন ভুক্তভোগী হারমোসো। রুবিয়ালেসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিশ্বকাপজয়ী ফুটবল কন্যা। স্প্যানিশ প্লেয়ার্স ইউনিয়ন ফুটপ্রোর সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান হারমোসো।

হারমোসো বলেন, ‘এ ঘটনায় আমি মানসিকভাবে আহত হয়েছি। আমার স্বার্থ রক্ষা করতে এজেন্সি টিমজের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমার ইউনিয়ন ফুটপ্রো এ বিষয়ে সক্রিয় ভূমিকায় আছে। নারীর প্রতি এমন আচরণ করে কেউ যেন পার না পায়, সেটা নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি। নারী ফুটবলারদের প্রতি এমন অসম্মানজনক আচরণ থেকে রক্ষা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন নেয়া হয়, সেটাই আমদের লক্ষ্য। আমি চাই এমন শাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস কেউ না দেখায়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন