হোম ফিচার অপরাজনীতির জন্যই বিএনপির সঙ্গে কেউ নেই: তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

অপরাজনীতির জন্যই বিএনপির সঙ্গে কেউ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে বিএনপি নেতাদের কানাদৃষ্টির কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু পার হয়ে ওপারে গিয়ে ফখরুল সাহেব বলেন, দেশে কোনো উন্নতি হয়নি। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেন, বিএনপি বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দেয়। আমরা জঙ্গি ধরি, ওরা বলে দেশে জঙ্গি নেই। এই অপরাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত।

বিএনপির জনসম্পৃক্ত নেই জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি মানুষের কাছে যায় না। তারা অ্যাম্বাসিতে যায়। এখন তো দপ করে নিভে গেছে। যারা অপরাজনীতি করে, তাদের সঙ্গে কেউ থাকতে পারে না। এ জন্য বিএনপির আজকের এই অবস্থা।

বিএনপির কর্মী-সমর্থক ও নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, দলটা কেন করেন? বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন: আপনারা দল কেন করেন? যে দল নির্বাচন করতে দেয় না। আপনারা কি তারেক রহমানের লাঠিয়াল বাহিনি হিসেবে পরিণত হবেন নাকি রাজনৈতিক দল হিসেবে থাকবেন–সেটা বিএনপিকে ভাবতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন