স্পোর্টস ডেস্ক:
গত শনিবার (১৯ আগস্ট) প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল জয় পেলেও খড়গ হয়ে এসেছিল ম্যাক অ্যালিস্টারের লাল কার্ড। শুধু লাল কার্ডই না, শাস্তি হিসেবে তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছিল এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে লিভারপুলের আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে তার সেই লাল কার্ড। কার্ড বাতিলের পাশাপাশি সেই নিষেধাজ্ঞাও উঠে গেছে। তাই আগামী ম্যাচেই মাঠে নামতে পারছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
লিভারপুল-বোর্নমাউথের সেই ম্যাচে তখন ২-১ ব্যবধানে এগিয়ে ছিল অলরেডরা। ম্যাচের ৫৮ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সের একটু বাইরে ম্যাক অ্যালিস্টার বোর্নমাউথের রায়ান ক্রিস্টিয়ের পা মাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। রেফারির এই সিদ্ধান্ত অবাক করে দিয়েছিল আর্জেন্টাইন তারকাকে। লিভারপুলের বাকি খেলোয়াড়রাও প্রতিবাদ জানান রেফারির সিদ্ধান্তের। ডাগআউট থেকে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপও প্রতিবাদ জানান। তারপরও রেফারি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার হতাশা নিয়েও মাঠ ছাড়েন।
ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তকে ‘আহাম্মকি’ বলে মন্তব্য করেন। ক্লপও রেফারির এই সিদ্ধান্তকে ‘নির্মম’ বলে মন্তব্য করেন।
Mac Allister got a red card for this.
The game is gone. pic.twitter.com/8HUyn5sm2r— – (@AnfieldRd96) August 19, 2023
সরাসরি লাল কার্ড দেখায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধও হন ম্যাক অ্যালিস্টার। তবে লিভারপুল শুধু প্রতিবাদ করেই থেমে থাকেনি। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) স্বাধীন রেগুলেটরি কমিশনের কাছে শাস্তি বাতিলের আবেদনও করে। সে আবেদনের প্রেক্ষিতে রেফারির সিদ্ধান্ত রিভিউ করে লিভারপুলের আবেদনের পক্ষে রায় দেয় এফএ। বাতিল হয়েছে ম্যাক অ্যালিস্টারের লাল কার্ড। এক বিবৃতিতে এফএ জানায়, ‘একটি স্বাধীন রেগুলেটরি কমিশন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর আরোপ করা তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে।’
এফএর এই সিদ্ধান্তের পর স্বস্তির নিশ্বাস ফেলছে অলরেডরা। গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পাচ্ছেন এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে। আগামী রোববার (২৭ আগস্ট) নিউক্যাসলে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না ম্যাক অ্যালিস্টারের।