হোম খেলাধুলা আইসিসি র‍্যাঙ্কিং: ক্যারিয়ার সেরা বোলিংয়ে হারিসের বড় লাফ, ডাক মেরেও শীর্ষে বাবর

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হাসেনি বাবর আজমের ব্যাট। পাকিস্তান অধিনায়ক রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। ব্যাট না হাসলেও আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে সমর্থ হয়েছেন বাবর। এই ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে আফগানদের ধসিয়ে দিয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ক্যারিয়ার সেরা বোলিং করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪২ রানের বিশাল জয় পায় পাকিস্তান। তবে ব্যাট হাতে ম্যাচটা ভালো কাটেনি পাকিস্তানের দলপতি বাবর আজমের। রানের খাতা খোলার আগেই মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান বাবর। তবে এরপরও র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন তিনি।

বুধবার (২৩ আগস্ট) হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ের ওয়ানডে ব্যাটারদের মধ্যে এক নম্বরেই আছেন বাবর আজম। দ্বিতীয় স্থানেও পরিবর্তন নেই। বাবরের মতোই জায়গা ধরে রেখেছেন প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডুসেন।

তবে এগিয়েছেন আফগানদের বিপক্ষে অর্ধশতক হাঁকানো ইমাম উল হক। এক ধাপ এগিয়ে এই ওপেনার তৃতীয় স্থানে উঠে এসেছেন। এক ধাপ এগিয়েছেন ভারতীয় সেনসেশান শুভমান গিলও। চতুর্থ স্থানে আছেন তিনি। তাদের দুজনকে জায়গা করে দিয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে পাকিস্তানি পেসার হারিস রউফের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৮ রানে ৫ উইকেট শিকার করে সাত ধাপ এগিয়েছেন রউফ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

এদিকে ম্যাচ হারলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৩৩ রান দিয়ে বাবর আজমের উইকেটসহ তিনটি উইকেট শিকার করে ৩ ধাপ এগিয়েছেন তিনি। ফলে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন এই স্পিনার। মুজিব এগুলেও এক ধাপ পিছিয়েছেন রশিদ খান। নেমে গেছেন চার নম্বরে। শীর্ষ দুইয়ে আছেন দুই অস্ট্রেলিয়ান – জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন আফগান স্পিনার মোহাম্মদ নবী। তাকে জায়গা করে দিতে গিয়ে একধাপ পিছিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নবী ১১ নম্বরে উঠেছেন,ম সাকিব নেমে গেছেন ১২ নম্বরে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন