স্পোর্টস ডেস্ক:
আগামী দুই ম্যাচে ডাগআউটে পেপ গার্দিওলাকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। স্প্যানিশ এই কোচের পিঠে অস্ত্রোপচার করা হয়েছে।
পেপ গার্দিওলার অস্ত্রোপচারের খবর মঙ্গলবার (২২ আগস্ট) ম্যানচেস্টার সিটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে। ৫২ বছর বয়সী এই কোচের অনুস্পস্থিতিতে ক্লাবটির সহকারী কোচ জুয়ানমা লিলো দায়িত্ব পালন করবেন।
বেশ কিছুদিন ধরেই গার্দিওলা পিঠের ব্যথায় ভুগছিলেন। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের জন্য সম্প্রতি বার্সেলোনায় যান তিনি। সেখানে সফল অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন অভিজ্ঞ এই কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রোববার (২৭ আগস্ট) শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। এরপর আগামী ২ সেপ্টেম্বর ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুই ম্যাচে ডাগআউটে থাকবেন না গার্দিওলা।