হোম খেলাধুলা ইনজুরিতে ছিটকে যাওয়া এবাদতের পরিবর্তে দলে সাকিব

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন। যার কারণে এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে তানজিম হাসান সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।

আফগানিস্তান সিরিজে চোটে পড়েন এবাদত। এরপর থেকেই শুরু হয় তার পরিচর্যা। ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে সবশেষ পরিস্থিতি খুব একটা সুখকর নয়। তাই তাকে ছাড়াই এশিয়া কাপে যাবে বাংলাদেশ দল।

এবাদতের ইনজুরি নিয়ে বিসিবি’র চিকিৎসক ড. দেবাশীস চৌধুরী বলেন, ‘ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য পুনর্বাসনে থাকবেন এবাদত। আমরা তার একাধিক এমআরআই করেছি। তার রিপোর্টের ফলগুলো বেশ উদ্বেগজনক। যার কারণে এশিয়া কাপে তার খেলা সম্ভব নয়।‘

এদিকে এবাদতের বদলি হিসেবে নেয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। ২০ বছর বয়সি এই পেসার লিস্ট ‘এ’ তে ৩৭ ম্যাচ খেলে নিয়েছেন ৫৭ উইকেট। সম্প্রতি শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে সাকিব তিন ম্যাচ খেলে নিয়েছন ৯ উইকেট।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন