অনলাইন ডেস্ক:
রাজধানীর মালিবাগ গুলবাগ রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ জানান, সকালে মালিবাগ গুলবাগ রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল ছাই রঙের ফুলহাতা শার্ট ও খাকি রঙের লুঙ্গি।