হোম অন্যান্যসারাদেশ ৩ দিন পর খুলনায় ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক

অনলাইন ডেস্ক:

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মুজগুন্নী, গোয়ালখালী ও বাস্তহারা এলাকায় ৩ দিন পর ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে গত ৩ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ ছিল এসব এলাকায়। খাওয়া ও দৈনন্দিন কাজে প্রয়োজনীয় পানির সংকটে চরম বিপাকে পড়েছিলেন এখানকার হাজার হাজার বাসিন্দা।

গোয়ালখালি এলাকার ১৭নং হোল্ডিংয়ের মালিক আবু মুসা বলেন, ১৯ আগস্ট থেকে ওয়াসার পানি সরবরাহ বন্ধ ছিল। আজ ২১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।

খুলনা ওয়াসার এমডি প্রকৌশলী মো. আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বয়রা এলাকায় পানির পাইপ ফেটেছিল। যা ঠিক করা হয়েছে। এখন পানি সরবরাহ স্বাভাবিক আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন