অনলাইন ডেস্ক:
মহেশপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে অটো ভ্যান, চা মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ বাস্তবায়নে ৫ জন ভিক্ষুককে অটোভ্যান, ৪ জনকে চা মুদি দোকান ও একজনকে ছাগল প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকতা উম্মে সালমা আক্তার, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানে ফেরাতে ভিক্ষুকদের মাঝে ভ্যান, মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে। প্রায় চার লাখ টাকা ব্যয়ে দেওয়া এসব ভ্যান, দোকান ও ছাগলের প্রতি সপ্তাহে একবার করে তদারকি করা হবে।