হোম বিনোদন আলোকচিত্রীদের দেখা মাত্রই মেজাজ হারালেন দীপিকা

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু অভিনেত্রী হিসেবেই নয় নিজের মিষ্টি ব্যবহারের জন্য সবার পছন্দের তালিকায় থাকেন এ অভিনেত্রী। শুধু ভক্তদের নয় আলোকচিত্রী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যেও বেশ জনপ্রিয় দীপিকা।

মুম্বাইতে প্রায়ই দেখা যায় আলোকচিত্রীরা প্রতি মুহূর্তে তারকাদের পেছনে ধাওয়া করতে থাকেন। দীপিকা বরাবরই তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। তবে সম্প্রতি ঘটল উল্টো ঘটনা। ক্যামেরা দেখা মাত্রই মেজাজ হারালেন বলিউডের ‘পদ্মাবতী’।

দিন কয়েক আগে পোশাকশিল্পী মণীশ মলহোত্রের শো’তে মঞ্চ মাতান দীপিকার স্বামী রণবীর সিং। এ বছর রণবীরের সঙ্গী ছিলেন আলিয়া ভাট। সেখানেই আলোকচিত্রীদের দেখা মাত্রই রেগে যান অভিনেত্রী। মণীশের নকশা করা সাদা শাড়িতে দেখা যায় দীপিকাকে। শোয়ের শেষে শাশুড়ি মায়ের সঙ্গে মঞ্চের পেছনে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন। সেখানেই ঢুকে পড়েন আলোকচিত্রীরা। আর তাতেই বেজায় চটে যান দীপিকা। বলেন, ব্যাকস্টেজে ক্যামেরা ঢোকার অনুমতি নেই।

দীপিকা আপত্তি জানাতেই অবশ্য স্টেজের পেছনের অংশ ছেড়ে বেরিয়ে যান আলোকচিত্রীরা। দীপিকার এ হেন ব্যবহার প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়। অভিনেত্রীর কথায় সম্মতি জানিয়ে ভক্তরা বলেন, মডেলরা সেখানে পোশাক বদলাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, সেখানে ক্যামেরা ঢোকা উচিত নয়!

সম্পর্কিত পোস্ট

মতামত দিন