হোম বিনোদন চঞ্চলের রূপ বদলে দিলেন ফারুকী!

বিনোদন ডেস্ক:

একক বিবাহ নাকি বহুবিবাহ কোনটিকে এগিয়ে রাখবেন? আপনি যেই বিয়েকেই এগিয়ে রাখুন না কেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বিয়ের এই প্রথা নিয়ে দর্শক মাতাতে আসতে চলেছেন খুব শিগগিরই। আর তার সঙ্গী এবার খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল নিজেই। শনিবার ( ১৯ আগস্ট) রাতে এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। ওই স্ট্যাটাসে চঞ্চল জানান, ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত ‘মিনিস্ট্রি অব লাভ’ সিরিজ প্রজেক্টের ‘মনোগামী’ ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।

এই ওয়েব সিরিজের নামেই লুকিয়ে আছে টুইস্ট। কারণ ‘মনোগামী’ শব্দের অর্থ এক সময়ে এক ব্যক্তির সঙ্গে বিবাহিত জীবনযাপনের প্রথা বা একবিবাহে এবং একগামিতায় বিশ্বাসী ব্যক্তি।

চঞ্চল জানান, নতুন এ সিরিজটিতে তার ডাকনাম ‘মনোগামী’। মধ্য বয়সী একটি চরিত্রে এ অভিনেতাকে অভিনয় করতে দেখবেন দর্শক। সেরা অভিনয় শিল্পীর অভিনয় আর খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর দক্ষ নির্মাণশৈলীতায় দর্শকরা ওয়েব সিরিজটি দেখে আশাহত হবেন না বলেই মনে করছেন অভিনেতা।

সময়ের পাঠকের জন্য চঞ্চলের সেই ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
মোস্তফা সরয়ার ফারুকী
ডাকনাম…
‘মনোগামী’
পুরো নাম….
‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’
মধ্য বয়সী একটি চরিত্রে আমাকে দিয়ে অভিনয় করাচ্ছেন….॥ শুটিং চলছে ‘মিনিস্ট্রি অব লাভ’ সিরিজের এই প্রজেক্টের….চরকি’র ১২টা ওয়েব ফিল্মের মধ্যে ‘মনোগামী’ একটা।

প্রায় বিশ বছরের কাজের সম্পর্ক বড় ভাই মোস্তফা সরয়ার ফারুকীর সাথে॥ সম্মানিত ওয়েব দর্শক ভালো কিছু আশা করতে পারেন আবার। কারণ, ফারুকী ভাইয়ের হাত আরও বেশী পেঁকেছে॥

এই স্ট্যাটাসের সঙ্গে ‘মনোগামী’ চরিত্রে তার নতুন লুকের একটি ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন চঞ্চল। স্ট্যাটাসের লেখায় বিশেষ দ্রষ্টব্যে চঞ্চল জানিয়েছেন, নতুন নতুন চরিত্র খুঁজে বেড়ানো আমার নেশা…. । চঞ্চলের নতুন সে নেশা ধরার চরিত্রের লুক দেখে মুহূর্তেই মজেছেন নেটিজেনরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন