হোম বিনোদন ‘ডন ৩’ তে রণবীর সিংয়ের বিপরীতে থাকছে দীপিকা!

বিনোদন ডেস্ক:

ফারহান আখতারের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ডন ৩’তে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংকে। ইতোমধ্যে ‘ডন ৩’ টাইটেলে কিং খানের পরিবর্তে রণবীরকে দেখে নানারকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা। এ ছাড়া টুইটারে শুরু হয়েছে ‘নো শাহরুখ নো ডন’ ক্যাম্পেইনও!

এ আলোচনার মধ্যেই শোনা যাচ্ছে, ‘ডন ৩’ তে রণবীরের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন।

জুম ডিজিটালের এক প্রতিবেদন অনুযায়ী, গুঞ্জন উঠেছিল এ সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি অথবা কৃতি স্যানন। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার শোনা যাচ্ছে দীপিকার নাম।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘ডন ৩’ তে প্রযোজকরা দীপিকাকেই কাস্ট করতে বেশি আগ্রহী। কেননা, এ সিনেমায় বেশ কিছু জটিল স্টান্টের দৃশ্য থাকবে, যার জন্য দীপিকার মতো অ্যাথলেটিক ব্যক্তিত্বই ভালোভাবে কাজ করতে পারবে।

বাস্তবের মতো সিনেমা জগতেও বরাবর সুপারহিট জুটি রণবীর-দীপিকা। তবে কী ‘পদ্মাবত’ সিনেমার পর আবার অন স্ক্রিন মাতাবেন এই জুটি? নাকি নতুন জুটির আনয়ন ঘটাবেন ফারহান খান এখন সেটিই দেখার অপেক্ষা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত পোস্ট

মতামত দিন