স্পোর্টস ডেস্ক:
এবারের এশিয়া কাপের দল নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে প্রচুর। বড় টুর্নামেন্টের দল থেকে প্রথমবারের মতো বাদ দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আর চোটের কারণে দলে নেই তামিম ইকবাল। রিয়াদের পজিশনে মাঠে নামার মতো একাধিক অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও ওপেনিংয়ে দেখা দিতে পারে বড় সমস্যা।
এশিয়া কাপে তামিমের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম। তামিম ছিটকে যাওয়াতে এশিয়া কাপের দলে লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে। জুনিয়র তামিম সুযোগটা না পেলে পাবেন নাঈম শেখ। তবে দুজনই যে কোনো না কোনো দিক থেকে দুর্বল।
বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশকে একাধিক বার প্রতিনিধিত্ব করলেও আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম দলে ডাক পেয়েছেন তানজিদ তামিম। তাই এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে তাকে শুরু থেকে খেলানোর ক্ষেত্রে ঝুঁকিটাইও প্রচুর। আর নাঈম তো জাতীয় দলের জার্সিতে বারবারই ব্যর্থ।
তানজিম-নাঈমকে নিয়ে দুশ্চিন্তার মধ্যেই আরও একটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে ক্রিকেট ভক্তদের। সেটা হচ্ছে লিটন দাসের অফফর্ম। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ নির্লিপ্ত টাইগার এই ব্যাটার। তবে এসব বিষয় নিয়ে ভাবছেন না নির্বাচকরা। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার, সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের ওপর আস্থার কথাও বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
মিরপুরে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘আমার মনে হয় না, (ওপেনিং নিয়ে) চিন্তিত হওয়ার কিছু আছে। আমরা আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা যে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি… আমাদের খেলার ধরনটা কিন্তু বদলেছে। আমরা যে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু আমরা গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এমন ভয়ডরহীন ক্রিকেট খেলতে গেলে কিন্তু ক্রিকেটারদের সমর্থন দিতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের মূল মন্ত্র, আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল সমর্থন করবে। সেই আত্মবিশ্বাস দেয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির পর লঙ্কা প্রিমিয়ার লিগেও হাসছে না লিটনের ব্যাট। গ্লোবাল টি-টোয়েন্টিতে ৭ ইনিংস খেলে ২১.৭১ গড়ে তার সংগ্রহ ১৫২ রান। এলপিএলে দুই ম্যাচ মিলিয়ে করেছেন ৯ রান। পাশাপাশি চলতি বছর ওয়ানডেতেও তেমন ছন্দে নেই লিটন। ১২ ম্যাচে ৩০.১০ গড়ে করেছেন ৩০১ রান। সিলেটে গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে পরপর দুই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সৌজন্যে কিছুটা পূর্ণতা পেয়েছে পরিসংখ্যান।
তবে লিটনের এসব বিষয় নিয়ে চিন্তিত নন বাশার। সাবেক ক্রিকেটারের বিশ্বাস, লিটনের এই খারাপ সময়টা দ্রুতই কেটে যাবে, ‘লিটন দাস ক্লাস ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। এই অফ ফর্মটা, আমি নিশ্চিত ও সময়মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না, অনেক ভালো ফর্মে থাকতে থাকতে… ক্রিকেটারদের তো খারাপ সময় আসে। আমি মনে করি, ওর এখন খারাপ সময় চলছে। সামনে ঠিক হয়ে যাবে।’
নাঈমের প্রসঙ্গ এলে বাশার বলেন, ‘নাইম শেখ পুরোনো ক্রিকেটার। আগেও খেলেছে। হয়তো ফিরে এসেছে অনেক দিন পরে। যখন একজন ক্রিকেটার অনেক দিন পর ফিরে আসে, তাকে একটু সময় দেয়াটা গুরুত্বপূর্ণ। তাদের স্কিল নিয়ে সন্দেহ নেই। সবাই স্কিলসমৃদ্ধ ক্রিকেটার। আমি বিশ্বাস করি, বড় মঞ্চে তাদের ভালো খেলার সম্ভাবনা বেশি।’