জাতীয় ডেস্ক:
সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম দিন বিকেল পর্যন্ত ৬ হাজার ১০০ জন নিবন্ধন করেছেন, এবং নিবন্ধনকৃতদের মধ্যে ৪৬৩ জন প্রথম কিস্তির চাঁদা জমা দিয়েছেন বলে জানা গেছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভালো সাড়া পাচ্ছি।’
বর্তমানে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়া ১৮ বছর বা তার বেশি বয়সের যে কেউ সার্বজনীন পেনশনের আওতায় ৪টি স্কিমের একটিতে অংশ নিতে পারবেন। ১৮ বছরের বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা ww w.upension.gov.bd ওয়েবসাইটে ঢুকে এই প্রকল্পের জন্য নিবন্ধন করতে পারবেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ৪টি স্কিমের উদ্বোধন করলেও তিনি বলেন, এই প্রকল্পের আওতায় মোট ৬টি স্কিম থাকবে। ১৮ থেকে ৫০ বছরের বেসরকারি চাকরিজীবী, কৃষক-শ্রমিকের মতো দিনমজুর, প্রবাসী ও হতদরিদ্ররা প্রাথমিকভাবে অংশ নিতে পারবেন এ কর্মসূচিতে। এতে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর আজীবন মাসে পেনশন পাবেন সর্বনিম্ন দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ ৭২ হাজার টাকা।