হোম এক্সক্লুসিভ সাতক্ষীরায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি

প্রেস বিজ্ঞপ্তি:

অতি দ্রুত সাতক্ষীরা জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন চাই-এই দাবীতে বাংলাদেশ জাসদ ও পাবলিক বিশ্ববিদ্যালয় মঞ্চ যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। ১৭ আগস্ট সকাল ১০টায় খুলনা রোড মোড় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে জেলা ন্যাপ সভাপতি হায়দার আলী শান্তর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক কাজী আব্দুল্লাহ আল হাবিব, দিদারুল আলম হেলাল, আশরাফ সরদারসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাজেট থেকে এবছর পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। সাতক্ষীরা জেলায় কর্মসংস্থান সৃষ্টির জন্য সুন্দরবন মিলটি চালু করা ও প্রতিটি উপজেলায় কৃষি ভিত্তিক শিল্পজোন গড়ে তোলার দাবী জানান নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলাকে জলাবদ্ধতা মুক্ত করতে পরিকল্পিতভাবে নদী খাল খনন করা ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা এখন সাতক্ষীরা বাসীরদাবী। এছাড়া লুটপাট দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদার করা,রাষ্ট্র সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার গড়ে তোলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন