হোম এক্সক্লুসিভ সাঈদীর মৃত্যুকে পুঁজি করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : এমপি শাহীন

অনলাইন ডেস্ক:

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘আমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করি আমাদের চোখ কান খোলা রাখতে হবে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে পুঁজি করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা সরকারের পাশাপাশি স্বাধীনতার নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে উৎখাত করতে চায়। শুক্রবার জুমআর দিনে আমরা যারা মুসলমান তারা মসজিদে থাকবো, চোখ কান খোলা রাখবো। ওরা নামাজ শেষে শান্তি প্রিয় কেশবপুরকে অশান্ত করার চেষ্টা করলেই, কাল থেকেই খেলা শুরু হবে। কেশবপুরে জামায়াতের কোন বাড়িঘর কোন কিছুই রাখবো না, যদি কিনা নিরীহ মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এটাই হবে আমাদের আজকের ওয়াদা। যশোরে আমার প্রোগ্রাম সেট করা আছে। সব থানায় বলে দিয়েছি। কালকে কোন কিছু হলে, হুইসেল বাজলেই কালকে (শুক্রবার) খেলা শুরু হয়ে যাবে। কালকে (শুক্রবার) হবে কেশবপুরে ফাইনাল খেলা। দেখি কোথায় জামায়াত আছে, কারা আছে- কালকে পরীক্ষা হবে। বৃহস্পতিবার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর থানার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, সহসভাপতি আমির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

আলোচনা সভায় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন