ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বড়িরবটতলা এলাকায় দুটি মৎস্য ঘেরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে মাছ চুরির ঘটনা ঘটেছে। ওই বিষাক্ত দ্রব্যের প্রভাবে ঘেরের অনেক মাছ মরে নষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় বুড়িরবটতলা এলাকার শেখ আহম্মদ আলী ও মোস্তফা সরদারের মৎস্য ঘেরে কে বা কাহারা বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে সাদা মাছ ও চিংড়ি মাছ চুরি করে নিয়ে গেছে। যা অবশিষ্ট ছিল সেই মাছ মরে যাওয়াসহ নষ্ট হয়ে গেছে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
এছাড়া এর কয়েকদিন আগে একই এলাকায় আরো দুটি ঘেরে এমন ঘটনা ঘটেছে। মৎস্য ঘের চাষিরা বর্তমানে বিষাক্তদ্রব্য দিয়ে মাছ টুরির আতংকে রয়েছে।